ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জয়পুরহাটে ১ যুবক আইসোলেশনে, ৩ বাড়ি লকডাউন

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়পুরহাটে ১ যুবক আইসোলেশনে, ৩ বাড়ি লকডাউন

জয়পুরহাটে নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে পালিয়ে আসা এক যুবককে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে জেলার আক্কেলপুরের কেশবপুর গ্রামের ওই যুবকের বাড়িসহ আশপাশের তিন বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সেই সঙ্গে ওই যুবকের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. সেলিম মিয়া।

সিভিল সার্জন ডা. সেলিম মিয়া জানান, নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি করতেন ওই যুবক। দুই থেকে তিন আগে তিনি বাড়িতে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে ফিরে আসেন।

খবর পেয়ে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এবং তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই যুবকের বাড়িসহ আশপাশের তিন বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, জেলাতে গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে আসা ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে, প্রাতষ্ঠিানিক কোয়ারেন্টাইনে ২ জনকে ও একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদেরসহ করোনা উপসর্গ সন্দেহে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদের রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়