ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালে আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৮ এপ্রিল) দুপুরে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ল্যাবটির উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের জানান, আজ থেকে এই ল্যাবে অদক্ষ টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ও করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম একই সাথে চলবে। একসাথে প্রতিদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এই ল্যাবে। সময়ের সাথে সাথে এর পরিমাণ আরো বাড়বে। বর্তমানে প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিস্টরা এই কলেজের টেকনোলজিস্টদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছেন।

শনিবারের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে বদলি হওয়া এক চিকিৎসক এই ল্যাবে যোগদান করবেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভূষন দাস বলেন, ‘উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোর চিকিৎসকরা যাদের এ পরীক্ষার জন্য উপযুক্ত মনে করবেন, তাদের পরীক্ষা এখানে করা হবে। এক্ষেত্রে চিকিৎসকরাই বলবেন।’

এসময় ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. বাসুদেব কুমার, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

 

বরিশাল/স্বপন/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়