ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে পত্রিকা হকারদের খাদ্য সহায়তা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে পত্রিকা হকারদের খাদ্য সহায়তা

নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁনের পক্ষ থেকে জেলা সদরে কর্মরত পত্রিকা হকারদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সদরের ২৪ জন হকারের হাতে তুলে দেওয়া হয়। এক সপ্তাহ পরিবার নিয়ে খাওয়ার জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

শহিদ উল্যাহ খাঁন বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী অঘোষিত লকডাউনের কারণে পত্রিকা বিক্রি অনেকটাই বন্ধ হয়ে গেছে। এতে করে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা হকাররা চরম সংকটে পড়েছেন। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করি। অসচ্ছল সবাইকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।’

 

সুজন/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়