ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজশাহীতে আইসোলেশনের ৪ রোগী করোনা আক্রান্ত নন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে আইসোলেশনের ৪ রোগী করোনা আক্রান্ত নন

জ্বর-সর্দি ও কাশি নিয়ে রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে আইসোলেশনে থাকা চারজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত নন।

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা চিকিৎসার জন্য গঠিত কমিটির নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কমিটির প্রধান অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, আইডি হাসপাতালে আইসোলেশনে থাকা চার রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার রামেকের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। তাদের রিপোর্ট এসেছে নেগেটিভ। তাই দুইজন ছুটি নিয়ে চলে গেছেন।

তবে নতুন করে আরও দুইজন রোগী ভর্তি হয়েছেন। এদের একজনের বাড়ি রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায়। আরেকজনের বাড়ি নওদাপাড়া এলাকায়। এ দুজনের মধ্যে একজন ঢাকার মিরপুরে থাকতেন। ছয় দিনের জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী এসে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন দুই রোগীরও করোনার পরীক্ষা করা হবে।

ডা. আজিজুল হক জানান, রামেক হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে মাত্র একজন রোগী ভর্তি আছেন। এক্স-রে রিপোর্ট দেখে তাকে ছুটি দেওয়া হবে। রাজশাহীতে এ পর্যন্ত করোনা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হননি। তবে করোনা রোগী পাওয়া গেলেও চিকিৎসা যেন নিশ্চিত হয়, সেজন্য তারা প্রস্তুত রয়েছেন।

সংবাদ সম্মেলনে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌসও উপস্থিত ছিলেন। তিনি জানান, করোনা পরিস্থিতিতেও রামেক হাসপাতালে সব ধরনের চিকিৎসা কার্যক্রম চলছে। মঙ্গলবার হাসপাতালের বহির্বিভাগ থেকেই চিকিৎসা নিয়েছেন ৫১০ জন। ভর্তি হয়েছেন ৬৫৬ জন।

এদিকে রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, তাদের ল্যাবে বুধবার (৮ এপ্রিল) ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে নওগাঁ থেকে ২৭, বগুড়া থেকে ১৩, রাজশাহী, জয়পুরহাট ও নাটোর থেকে ৯ জন করে এবং সিরাজগঞ্জের ৩ জনের নমুনা রয়েছে।

গত ১ এপ্রিল ল্যাব চালুর পর এ পর্যন্ত মোট ১৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একটি ছাড়া সবগুলোর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও রাজশাহী বিভাগের কারও করোনা শনাক্ত হয়নি।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়