ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে লকডাউন সফল করতে র‌্যাবের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে লকডাউন সফল করতে র‌্যাবের অভিযান

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে টাঙ্গাইল জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

লকডাউনের জন্য জেলা ও উপজেলা শহরে ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। সেই সাথে জেলার বাইরে যাওয়া ও বাইরে থেকে আসা রাস্তাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৮ এপ্রিল) সকাল থেকেই শহরের বিভিন্ন চেকপোস্ট ও বাজার এলাকা ম্যাজিস্ট্রেটসহ র‌্যাবের সদস্যরা পরিদর্শন করেন। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় না রেখে অযথা বাড়ির বাইরে বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করায় জরিমানাও করা হয়।

এসময় টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, ‘টাঙ্গাইলে লকডাউন সফল করতে আমরা কাজ করে যাচ্ছি। ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, ভ্যান বা সব প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ছাড় দেওয়া হচ্ছে।’

 

সিফাত/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়