ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে নতুন করোনা পজিটিভ কেউ নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে নতুন করোনা পজিটিভ কেউ নেই

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে করোনাভাইরাস  (কোভিড-১৯) পরীক্ষার পিসিআর ল্যাবে প্রথম দিনে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় সবকটি নমুনার ফল করোনা ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

বুধ্বার (৮ এপ্রিল) বিকেলে ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সিলেটে করোনাভাইরাস শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান ডা. মো. ময়নুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার প্রথম দিনে সিলেট বিভাগের চার জেলা থেকে ১১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে আসে। এর মধ্যে প্রথম দিনে ৯৪টি নমুনা পরীক্ষার করা হয়। এসব নমুনার সবকটিরই ফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, ওসমানী মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলায় মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের একটি কক্ষে পিসিআর ল্যাব স্থান করা হয়েছে। বুধবার সকাল থেকে পিসিআর ল্যাবে আরও ৭৩ জনের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে।

 

সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়