ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাভারে তাবলিগফেরত ৫ ব্যক্তির বাড়ি লকডাউন

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে তাবলিগফেরত ৫ ব্যক্তির বাড়ি লকডাউন

সাভারে গত দু-দিন আগে সাত ব্যক্তি তাবলিগ থেকে ফিরে আসায় পৌর এলাকার পাঁচ বাড়ি লকডাউন করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৮ এপ্রিল) বিকালে সাভার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে থাকা বাড়িগুলো লকডাউন করা হয়।

সাভার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সানজিদা সারমিন মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সানজিদা সারমিন মুক্তা জানান, তারা সবাই গত দুই দিন আগে সিলেটের সুনামগঞ্জ এলাকা থেকে তাবলীগ-জামাত করে এসেছেন৷তাই করোনা পাদুর্ভাব ঠেকাতে উপজেলা প্রশাসনের নির্দেশে পাঁচ বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে৷প্রতিটি বাড়ির সামনে লাল কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা মতাবেক তারা আগামী দিন সেভাবে চলবেন।

লকডাউন থাকা বাড়িগুলোর খাবারের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে৷


সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়