ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগ‌ঞ্জে ব‌্যক্তি-প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগ‌ঞ্জে ব‌্যক্তি-প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগ‌ঞ্জে সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানী, সদর, কোটালীপাড়া ও মুকসুদুপর উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা ও দোকান বন্ধ রাখতে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় কাশিয়নীতে ছয় ব্যক্তিকে ২২ হাজার ৫০০ টাকা, গোপালগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা, কোটালীপাড়ায় চার জনকে ছয় হাজার ২০০ টাকা ও মুকসুদপুরে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনায় ২২টি মামলা দায়ের করা হয়েছে।


বাদল সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়