ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেবাচিম করোনা ইউনিট থেকে বরগুনার নারীর পলায়ন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেবাচিম করোনা ইউনিট থেকে বরগুনার নারীর পলায়ন

বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ড থেকে দুই রোগী পালিয়েছে। এদের মধ‌্যে নাদিরা বেগম (৩৫) নামে বরগুনার এক নারী রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) রোগীদের পালানোর কথা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে গত সোম ও মঙ্গলবার এই দুদিনে দুজন রোগী পালিয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

গত রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বর, গলাব্যথা ও কাশি নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন নাদিরা। তিনি বরগুনা জেলার সদরের ছোট লবণগোলা গ্রামের বাসিন্দা।

ভর্তির পরের দিন (৬ এপ্রিল) থেকে তাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ বলেন, ‘বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার অফিস থেকে ওই রোগীর বিষয়টি জানানো হয়েছে। ওই রোগীর বাড়ির ঠিকানা অনুযায়ী খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে শেবাচিম থেকে যাতে রোগী পালাতে না পারে সেজন‌্য ছয় জন পুলিশ মোতায়েন করা হয়েছে।


রুদ্র রুহান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়