ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টঙ্গীতে শ্বাসকষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টঙ্গীতে শ্বাসকষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে জ্বর-শ্বাসকষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজীপুর সিটির স্থানীয় কাউন্সিলর মো. নাসির উদ্দিন মোল্লা জানান, নিহত কিশোরের মা তাকে জানিয়েছেন, ওই কিশোরের আগে থেকে শ্বাসকষ্ট ছিল। জ্বরে আক্রান্ত হলে চার পাঁচ দিনে আগে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফের টঙ্গীর ভাড়া বাড়িতে নিয়ে আসে ও হাসপাতালের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে থাকেন। মঙ্গলবার সে গুরুতর অসুস্থ হলে মহাখালীর একটি হাসপাতালে নিলে সেখান থেকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়। পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়। নিহত কিশোরের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

নাসির উদ্দিন মোল্লা আরো জানান, হাসপাতাল থেকে লাশ না দেওয়ায় নিহত কিশোরের মা ফিরে এসেছেন। এদিকে সতর্কতার জন্য ওই বাড়ির সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে এবং আশপাশের কয়েকটি বাড়ির লোকজনদের চলাচল সীমিত করা হয়েছে।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি শুনেছি। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় চলাচল আরও সীমিত করে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

গাজীপুর/ হাসমত আলী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়