ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিলেটে ‍দুই দিন যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ‍দুই দিন যান চলাচল বন্ধ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে সিলেটে বৃহস্পতি ও শুক্রবার সব ধরনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) রাতে মাইকিং করে এ নির্দেশনার কথা প্রচার করা হয়েছে।

এ নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন রয়েছে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, শবে বরাতে মানুষের চলাচল বন্ধের লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে। এজন্য বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার মধ্য রাত পর্যন্ত নগর ও জেলার সব সড়কে রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসনের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ বৈঠকে জেলা প্রশাসনসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যান চলাচল বন্ধের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

 

সিলেট/নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়