ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাসাইলের ১১ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৭, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসাইলের ১১ বাড়ি লকডাউন

বিভিন্ন করোনা সংক্রমণ এলাকা থেকে টাঙ্গাইলের বাসাইলে গ্রামের বাড়িতে লুকিয়ে আশ্রয় নেয়া ১১টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল) বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন্নাহার স্বপ্না ওই বাড়িগুলো লকডাউন ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী।

তিনি জানান, সস্প্রতি রাজধানী ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জ, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন এলাকা থেকে বাসাইলের গ্রামের বাড়িতে এসে আশ্রয় নেন ১১ পরিবার। এসব এলাকার কোথাও করোনা ভাইরাসের কারণে মৃত্যু অথবা কোথাও লকডাউন হওয়ায় সম্প্রতি এসব পরিবার নিজ গ্রামে এসে আশ্রয় নেন।

ওইসব পরিবারের সদস্যদের থেকে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে—এমন ভয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। উপজেলা প্রশাসন বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার ১১টি বাড়িকে লকডাউন ঘোষণা করে।

ইউএনও শামছুন্নাহার স্বপ্না জানান, ঢাকার মিরপুর, নারায়ণগঞ্জসহ লকডাউন হওয়া বিভিন্ন এলাকা থেকে ১১টি পরিবার লুকিয়ে বাসাইলে এসেছে—এমন সংবাদ শুনে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে তাদের বাড়িগুলো লকডাউন করা হয়। ওই পরিবারগুলোর খাবার, ওষুধ এবং জরুরি প্রয়োজনে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

সিফাত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়