RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৫ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২১ ১৪২৭ ||  ১৮ রবিউস সানি ১৪৪২

সাতক্ষীরার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ বন্ধ

করোনাভাইরাস মোকাবিলায় জরুরি সেবা ব্যতীত সাতক্ষীরা জেলার সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যোগাযোগ বন্ধ থাকবে।

গতকাল বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ নির্দেশ দেন।

এস এম মোস্তফা কামাল বলেন, ‘দেশের কয়েকটি জেলায় করোনারোগী শনাক্ত হওয়ায় ওই সকল জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে। সাতক্ষীরা জেলাকে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত রাখতে পাশের জেলা ও আন্তঃউপজেলার যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে রোগীবাহী গাড়ি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে।’

এ নিয়ম না মানলে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

সাতক্ষীরা/শাহীন/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়