ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চারশ কেজি 'শাপলা পাতা' মাছ ২ লাখ টাকা

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৪, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চারশ কেজি 'শাপলা পাতা' মাছ ২ লাখ টাকা

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪শ কেজি ওজনের সামুদ্রিক শাপলা পাতা মাছ। মাছটি স্থানীয় বাজারে ২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্থানীয় বেকুটিয়া গ্রামের জেলে পিন্টুর জালে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে কাউখালী সততা ফিস (আড়ৎদার) মাছটি জেলের কাছ থেকে কিনে নেন। পরে বাজারে আনলে করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছটি দেখার জন্য ভীড় করতে থাকে স্থানীয়রা।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা জানান, খবর পেয়ে মাছটিকে উপজেলার উত্তর বাজার বালুর মাঠে নিয়ে বিক্রি করার নির্দেশ দেওয়া হয় এবং তালিকা করে ক্রেতাদের বাড়ি বাড়ি  পৌঁছে দিতে বলা হয় আড়ৎদারকে।

বাজারে মাছটির কেজি প্রতি ৫০০ টাকা দরে ২ লাখ টাকা দামে বিক্রি হয়েছে বলে আড়ৎদার জানিয়েছেন।

 

পিরোজপুর/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়