ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাছেই পচে যাচ্ছে পেয়ারা

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাছেই পচে যাচ্ছে পেয়ারা

করোনা সংকটে ঝালকাঠির থাই পেয়ারার চাহিদা বেড়েই চলছে। অথচ স্থানীয় বাজারে সরবরাহ করতেই হিমশিম খেতে হচ্ছে পেয়ার চাষিদের।

দ্রুত পচনশীল এই ফল এখন গাছেই পচে যাচ্ছে। পাওয়া যাচ্ছেনা ফল তোলার জন্য শ্রমিক। তাই উদ্যোক্তারা নিজেরাই গুটিকয়েক লোকজন নিয়ে দিনভর এখন ফল তোলায় ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে পরিবহন সংকটও চরমে। ফলে বাগান থেকে তোলা ফল  বাজারে সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে।

ঝালকাঠিতে গত পাঁচ বছর ধরে বাণিজ্যিকভাবে থাই পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন বেশ কয়েকজন উদ্যোক্তা। এরমধ্যে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামের রূপসী বাংলা থাই পেয়ারা অন্যতম।

রূপসী বাংলা থাই পেয়ারা চাষের উদ্যোক্তা সহকারী অধ্যাপক কামাল হোসেন বলেন, ‘করোনার কারণে পাওয়া যাচ্ছেনা শ্রমিক ও পরিবহন। ফলে বিপুল সংখ্যক পেয়ারা এখন বাগানেই নষ্ট হয়ে যাচ্ছে। ঝালকাঠির উৎপাদিত পেয়ারা পাইকারি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে তা ৭০ থেকে ৮০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।'

পেয়ারায় প্রচুর পরিমানে ভিটামিন সি থাকায় এখন করোনা সংকটে স্থানীয় বাজারে পেয়ারার চাহিদা ব্যাপক। বিদেশি মাল্টা ও কমলার সরবরাহ কম থাকায় স্থানীয় পেয়ারার উপর ঝুঁকে পড়েছেন অনেকেই, জানালেন কামাল হোসেন।

 

অলোক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়