ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় ৭৩ ভাটাশ্রমিক কোয়ারেন্টাইনে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ৭৩ ভাটাশ্রমিক কোয়ারেন্টাইনে

সাতক্ষীরায় ৭৩ জন ইটভাটা শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার দেবহাটা থেকে তাদেরকে আটক করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এসব শ্রমিক ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ইট ভাটায় কাজ করতেন। আটকের তাদেরকে কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এরা সবাই জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এসময় নির্দেশনা উপেক্ষা করে ট্রাক চালানো ও শ্রমিক বহনের দায়ে ভ্রাম‌্যমাণ আদালত ট্রাক চালকদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন জানান, আটককৃত ৭৩ জন কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। সম্প্রতি ইটভাটাগুলো বন্ধ হওয়ায় এবং করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় তারা গোপনে ট্রাকে করে নিজ নিজ এলাকায় ফিরছিলেন। এছাড়া ট্রাক চালকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়