ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কাপ্তাইয়ে ১০ টাকার চাল পাচ্ছেন ১২৭২ জন

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপ্তাইয়ে ১০ টাকার চাল পাচ্ছেন ১২৭২ জন

সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে ১০ টাকা দরে চাল পাচ্ছেন এক হাজার ২৭২ জন দরিদ্র মানুষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা খাদ্য কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, নির্ধারিত কার্ডের মাধ্যমে প্রতিজন মাসে ১০ টাকা দামের ৩০ কেজি করে চাল ডিলারের কাছ থেকে কিনতে পারবেন।

খাদ্য কর্মকর্তা জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে সরকারের মনোনিত ডিলারদের মাধ্যমে এই খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর মধ‌্যে উপজেলা সদর বড়ইছড়ি বাজারে ডিলার অমিত বিশ্বাস বাবলু, রাইখালী বাজারে সনজিৎ দে, চিৎমরম বাজারে মিলন কান্তি বিশ্বাস, কাপ্তাই নতুন বাজারে নাইমুর রহমান এবং চন্দ্রঘোনায় ডিলার মাহমুদুর রহমানের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, খাদ্যবান্ধব কর্মসূচি সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে। কোনো অনিয়ম ছাড়াই সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি যাতে চলে, সেজন্য তিনি তদারকি করছেন।


বিজয় ধর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়