ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় ‘ভ্রাম্যমাণ ফ্রি বাজার’

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ‘ভ্রাম্যমাণ ফ্রি বাজার’

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে অসহায়, দুস্থ মানুষের কষ্ট লাঘবে কুষ্টিয়ার মিরপুরের আমলায় উদ্বোধন করা হয়েছে ‘ভ্রাম্যমাণ ফ্রি বাজার’।

বৃহস্পতিবার (০৯ মার্চ) বেলা সড়ে ১১টার দিকে পেশাজীবীদের প্লাটফর্ম ‘আলোকিত আমলা’ এর উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব কামারুল আরেফিন।

আলোকিত আমলার প্রতিষ্ঠাতা লেখক নাজমুল হুদা জানান, ভ্রাম্যমাণ ভ্যানটি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ক্রমান্বয়ে প্রতি গ্রাম পরিভ্রমণ করবে। প্রতিদিন শতাধিক দরিদ্র পরিবার এখান থেকে বিনামূল্যে বাজার করতে পারবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবিসহ সুধী সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

কাঞ্চন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়