ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনাতেই মৃত্যু হয় আ.লীগ নেতার, উপজেলা লকডাউন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাতেই মৃত্যু হয় আ.লীগ নেতার, উপজেলা লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ নেতার।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বরগুনা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এরপর পুরো আমতলী উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আমতলী পৌর শহরের নিজ বাড়িতে ওই নেতার মৃত্যু হয়।

সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, আওয়ামী লীগের ওই নেতা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল মৃত্যুবরণ করেন। এর আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখানে থেকে আজ দুপুরে প্রতিবেদন আসে। প্রতিবেদন থেকে জানা যায়, করোনাভাইরাসে আকান্ত হয়ে তিনি মারা যান।

ওই নেতার পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে ঢাকা থেকে আমতলী আসেন। এসময় তার করোনার লক্ষণ দেখা দিলে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন। ওই চিকিৎসকের পরামর্শে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠায় বরগুনা স্বাস্থ্য বিভাগ। কিন্ত তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চলে আসেন। এক পর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।


রুদ্র রুহান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়