ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামালপুরে করোনার উপসর্গ নিয়ে আরেক নারীর মৃত্যু

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামালপুরে করোনার উপসর্গ নিয়ে আরেক নারীর মৃত্যু

জামালপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন আরেক নারী।

শুক্রবার (১০ এপ্রিল) ইসলামপুর উপজেলার সভারচর এলাকায় নিজ বাড়িতে ২৮ বছর বয়সি ওই নারীর মৃত্যু হয়।

এর আগে গত ৭ এপ্রিল বিকেলে মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান আরেক নারী।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ তাহের জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কি না তা নিশ্চত হতে নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সর্দি-জ্বর নিয়ে মারা যাওয়া ওই নারী দু’বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশেপাশের বাড়ির লোকজনকে বাইরে বের না হতে সতর্ক করে দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহের পর ওই নারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নমুনার রিপোর্ট পজেটিভ এলে ওই এলাকা লকডাউন করা হবে।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে।’


জামালপুর/সেলিম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়