ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চুয়াডাঙ্গায় কালবৈশাখী

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় কালবৈশাখী

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। তবে ঝড়ের তেমন তাণ্ডব ছিলনা, অন্যদিকে শিলাবৃষ্টির ধরণও ছিল গুড়ি গুড়ি।

আজ বেলা ১১টা ১৮ মিনিটের দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়।  প্রথমে দমকা ঝড়ে শহরের সড়কগুলোতে উড়তে থাকে ধূলিকণা। মুহূর্তে চারদিক অন্ধকার হয়ে আসে। সাথে শুরু হয় গুড়ি গুড়ি শিলাবৃষ্টি।

এই ঝড় ও বৃষ্টিতে  গরমে নাভিশ্বাস ওঠা জনজীবনে স্বস্তি নেমে আসে। তবে মাঠের ধান ও আমের কিছুটা  ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল ইসলাম জানান, বেলা ১১টা ১৮ মিনিটে হালকা ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে ২.৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়