ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিকিৎসা সামগ্রী নিয়ে মালদ্বীপের উদ্দেশে ‘সমুদ্র অভিযান’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসা সামগ্রী নিয়ে মালদ্বীপের উদ্দেশে ‘সমুদ্র অভিযান’

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনসরূপ প্রয়োজনীয় জরুরি ওষুধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পৌঁছে দিতে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নৌ জেটি থেকে জাহাজটি মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে যাত্রা করে।

এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার অ‌্যাডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।

বুধবার রাত ৮টায় চট্টগ্রাম নৌঘাঁটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার বরাবরই প্রতিবেশী দেশের যেকোনো প্রয়োজনে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী সংক্রমিত করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন হিসেবে বন্ধু প্রতিম মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ এর নিকট জরুরি ওষুধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

দ্রুততম সময়ের মধ্যে এসব সামগ্রী সংগ্রহ করে নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রেরিত সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, পাঁচ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ওষুধ। পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এই সহায়তা দেশটিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

চট্টগ্রাম নৌ জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ‌্যাডমিরাল নাজমুল হাসানের উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলের নিকট বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করবেন।

জরুরি এ সহায়তা শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করছে নৌবাহিনী।

উল্লেখ্য, বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ মালদ্বীপের জরুরি প্রয়োজনে এর আগে ও বাংলাদেশ এগিয়ে এসেছে। ২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পানি সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছিল।

সেসময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে জরুরি খাদ্য সহায়তা এবং বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এধরনের সহযোগিতা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করছে নৌবাহিনী।


রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়