ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আরও ১২ জন ভর্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে আরও ১২ জন ভর্তি

জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ জন।

বুধবার থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২ জনের মধ্যে পাঁচ জনকে মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং চারজনকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ড ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।

তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, ‘জ্বর-সর্দি-কাশিসহ যারা সন্দেহভাজান তাদের মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। আর যাদের শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ বেশি, তাদের সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং অন্য রোগে আক্রান্ত যে রোগীদের জ্বর রয়েছে তাদের রাখা হয়েছে পর্যবেক্ষণ ওয়ার্ডে।’

প্রসঙ্গত, রাজশাহী জেলার এ পর্যন্ত আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাঘায় একজন, বাগমারায় একজন ও মোহনপুরে একজন। এদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়