ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জে নতুন ৩ করোনা রোগী শনাক্ত, ১৪ বাড়ি লকডাউন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে নতুন ৩ করোনা রোগী শনাক্ত, ১৪ বাড়ি লকডাউন

গোপালগঞ্জে নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনা ওই তিনজনেরসহ মোট ১৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এ নিয়ে জেলার ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলেও এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কয়েকজনের নমুনার রিপোর্ট আইইডিসিআর থেকে আসে। এর মধ্যে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের দুইজন ও সদর উপজেলার সুকতাইল গ্রামের অপর এ ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এরপর পরই করোনা আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সঙ্গে সঙ্গে আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদের বাড়িসহ আশপাশের ১৪টি বাড়ি লকডাউন করে দেয়া হয়।

এ সময় আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তরা সবাই সাভার ও গাজীপুর থেকে বাড়িতে এসেছিলেন।

এর আগে জেলায় ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় পাঁচ জন, টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচ জন ও কোটালীপাড়া উপজেলায় এক জন রয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়