ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খাদ্যসামগ্রীর দাবিতে অটোরিকশা চালকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্যসামগ্রীর দাবিতে অটোরিকশা চালকদের মানববন্ধন

রাজশাহীতে খাদ্যসামগ্রীর দাবিতে মানববন্ধন করেছেন অটোরিকশা চালকরা। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাসপুকুর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে অটোরিকশা চালকরা বলেন, লকডাউনের ফলে অটোরিকশা বন্ধ রয়েছে। ফলে চালকরা কর্মহীন হয়ে পড়েছেন। একমাস থেকে চলছে এ অবস্থা। পরিবারের সদস্যদের নিয়ে তারা কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।

তারা বলেন, তাদের ঘরে খাবার নেই। রাস্তায় নামতেও পারছেন না। তাই বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচি দিয়েছেন। এখন পর্যন্ত তারা পর্যাপ্ত খাদ্যসামগ্রী পাননি।

এ অবস্থায় তারা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় এমপি, জেলা প্রশাসক এবং কাউন্সিলরদের কাছে খাদ্য সরবরাহের দাবি জানান এবং দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মাহবুব আলম, শাহিন হোসেন, শেখ মো. ওয়াসিম প্রমুখ। কর্মসূচিতে দুই শতাধিক অটোরিকশা চালক অংশ নেন।

 

তানজিমুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়