ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইল যুবদলের ত্রাণ বিতরণ চলছে, লাশ দাফনে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইল যুবদলের ত্রাণ বিতরণ চলছে, লাশ দাফনে কমিটি গঠন

টাঙ্গাইলে করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনা সৃষ্টির পাশাপাশি দরিদ্র অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে জেলা যুবদল। এছাড়াও করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফনের জন্য যুবদলের নেতা-কর্মীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সংগঠনের নেতা-কর্মীরা।

যুবদল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা যুবদলের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে লিটফেট বিতরণ চলছে। এছাড়াও নিন্মআয়ের মানুষের মাঝে প্রায় প্রতিদিনই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে জেলা যুবদল। টাঙ্গাইল সদরের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লার শ্রমজীবী ও কাজ হারানো নিন্মআয়ের প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো প্রতি পরিবারে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি তেল, একটি করে সাবান। এছাড়া প্রতিটি উপজেলায় স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে যুবদলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণ ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের জন্য জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিলকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সেই কমিটির সদস্যদের মোবাইল নাম্বার দিয়ে ব্যানার প্ল্যাগার্ড টানিয়ে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করলেই তারা কোরানা আক্রান্ত মৃত ব্যক্তি লাশ দাফনের ব্যবস্থা করবেন।

এই ব্যাপারে টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী রাইজিংবিডিকে বলেন, ‘সারা বিশ্বে করোনাভাইরাসের মহামারী লেগেছে। বাংলাদেশেও ইতিমধ্যে দেড় শতাধিকের বেশি লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার। আর এই ভাইরাস মোকাবিলায় অনেকদিন ধরে লকডাউন চলছে। ফলে অফিস আদালত কর্মপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নিন্মআয়ের লোকজন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তাই তাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি, এটা অব্যাহত থাকবে।’

আশরাফ পাহেলী আরও বলেন, ‘চলমান এই প্রক্রিয়া ছাড়াও আমরা কৃষকের ধান কেটে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছি। কোন কৃষক যাতে ক্ষেতের ধান সংগ্রহে ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। ধান সংগ্রহ নিয়ে কোন কৃষক আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা নিজেরা স্বশরীরে উপস্থিত হয়ে কর্মীদের মাধ্যমে কৃষকের ধান সংগ্রহ করে বাড়িতে পৌঁছে দিবো। পুরো জেলায় আমাদের নেতাকর্মীদের সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’


শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়