ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লকডাউন নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ৭

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত ৭

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে প্রশাসনের নির্দেশিত লকডাউন উপেক্ষা করে গ্রাম পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ধাওয়া ইউনিয়নের ফুলতলা বাজার মোড়ে চারজন গ্রাম পুলিশ তাদের দায়িত্ব পালন কালে এ হামলার শিকার হন।

এসময় সংঘর্ষে আরও তিনজন আহত হয়। আহতদের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পূর্ব ধাওয়া গ্রামের নিরু মিয়া তালুকদারের দুই ছেলে রাজু তালুকদার ও মিরু তালুকদারকে আটক করেছে।

আহতরা হলেন ধাওয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবুল হোসেন মৃধা (৩০), জামাল আকন (৪০), নূরুল ইসলাম হাওলাদার (৫০) ও এনামুল হাওলাদা (৩৫)।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কুমার শুভ রায়/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়