ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেহেরপুরে সর্বনিম্ন ৬৫ টাকা ফিতরা নির্ধারণ

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুরে সর্বনিম্ন ৬৫ টাকা ফিতরা নির্ধারণ

চলতি বছর মেহেরপুর জেলায় জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মেহেরপুর শহরের ঘাটপাড়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে পৌর ইমাম সমিতি ও জেলা ওলামা পরিষদের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।

আলোচনা সভায় আটার হিসাব অনুযায়ী জনপ্রতি ৬৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে খেজুরের হিসাব অনুযায়ী জনপ্রতি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ফিতরা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়।

মেহেরপুর পৌর ইমাম সমিতির সভাপতি হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ মো. আনসার উদ্দিন বেলালী। জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইয়ারুল ইসলাম, শাহ আলম, সিরাজ উদ্দিন প্রমুখ।

 

মহাসিন আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়