ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেহেরপুরে ২০০ চাষির মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেরপুরে ২০০ চাষির মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করলেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউপি সদস্য আরমান আলী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আরমান আলীর রাজনগরের বাসভবনের সামনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হক মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের মাঝে বীজ বিতরণ করেন।

এসময় প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১৬টি গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ জন চাষির প্রত্যেকের মাঝে ২০০ গ্রাম লালশাক, ১০০ গ্রাম পুঁইশাক, ২০০ গ্রাম ঢেঁড়স, ২০০ গ্রাম মূলা ও ২০০ গ্রাম করে কলমি শাকের বীজ বিতরণ করা হয়।


মহাসিন আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়