ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জে ৫০০ চা শ্রমিকের জন্য বিশেষ বরাদ্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে ৫০০ চা শ্রমিকের জন্য বিশেষ বরাদ্দ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পাহাড়ি এলাকার ইমাম ও বাওয়ানী চা বাগানের ৫০০ শ্রমিকের জন্য পাঁচ মেট্রিকটন চাল বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (১ মে) এ তথ্য নিশ্চিত করেন পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইজাজুর রহমান।

চেয়ারম্যান ইজাজুর রহমান জানান, এ দুটি বাগানের শ্রমিকরা করোনাভাইরাসের কারণে মানবেতর জীবন যাপন করছেন। এর মধ্যে তারা নিয়মিতভাবে সাপ্তাহিক মজুরিও পাচ্ছেন না। এ খবর জানতে পেরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এই চালের ব্যবস্থা করেন।

ইতোমধ্যেই নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের উপস্থিতিতে ২৫০ শ্রমিকের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাকীদের মাঝেও চাল বিতরণ করা হবে।

এছাড়া ইউনিয়নের প্রায় ১২০০ হতদরিদ্রের মাঝে সরকারি ত্রাণ হিসেবে চাল, আলু, তেল কয়েক ধাপে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের ৭৫ জন শিশুর মধ্যে দুধ বিতরণ কার্যক্রম চলমান আছে।


মামুন চৌধুরী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়