ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে ৩ চিকিৎসকসহ ৬ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৩, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ৩ চিকিৎসকসহ ৬ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে আরো ছয়জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন চিকিৎসক ও দুইজন স্টাফ, শেরপুর জেলার একজন চিকিৎসক ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একজন রয়েছেন। 

শুক্রবার (১ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিন শিফটে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।

তিনি আরো বলেন, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৮৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৫০ জন, জামালপুরে ৬৬ জন, নেত্রকোনায় ৩৯ জন এবং শেরপুরে ৩২ জন রয়েছেন।

 

মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়