ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে প্রবল বর্ষণ, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে প্রবল বর্ষণ, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

বন্দরনগরী চট্টগাম ও জেলার বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।

রোববার (৩ মে) সকাল ৬টা থেকে কখনো কখনো থেমে থেমে হালকা এবং কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে।

এদিকে, বঙ্গোপসাগরে আস্ফান নামের এক ঘূর্ণিঝড় সৃষ্টির কারণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ শেখ ফরিদ আহাম্মেদ রাইজিংবিডিকে জানান, রোববার সকাল থেকে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে ৪ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরো দুইদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে পাহাড় ধস হওয়ারও শঙ্কা রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে ‘আস্ফান’ নামক একটি ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথ সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ৫ মের পর এই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়