ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে পানি নিয়ে তর্ক: একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জে পানি নিয়ে তর্ক: একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মর্টারে পানি খাওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের বেড়া চৌকি গ্রামে মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইউসুফ আলী (৩০) । 

এ নিয়ে সোমবার নিহতের বড় ভাই বেলাল বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খলিলুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বেলাল ও তার ভাই ইসমাইল জানান, নিহত ইউসুফ আলীর বাড়ির সামনে উপজেলা পরিষদের দেওয়া বিদ্যুৎ চালিত মর্টারের পানি এলাকাবাসি পান করে থাকেন। সে অনুযায়ী শনিবার বিকেলে ওই মটারের বিদ্যুৎবিল প্রদান করেন ইউসুফ। গত দুই মাসের বিদ্যুৎ বিল অতিরিক্ত আসায় ইউসুফ সকলকে ৫-১০ টাকা করে বাড়ি প্রতি দিতে বলেন, কিন্তু প্রতিবেশী এন্তাজ আলির ছেলে হারুন অর রশিদ ওরফে রবু (৫০) ও রেমান আলির ছেলে খলিলসহ (৪০) আরও ১০-১৫ জন ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে তর্ক বিতর্কের এক পর্যায়ে ইউসুফ আলিকে পিটিয়ে আহত করে।

এ সময় তার ভাই বেলাল (৪২), ইশাহাক (৩৫), শিহাব উদ্দিন (২৫), মুক্তারা (৩৮) ও খালেদা (২৩) আহত হন। অপর পক্ষের হারুন অর রশিদ রবু (৫০) ও খলিলুর রহমান (৪০) আহত হন।

আহতদের ওইদিন নাচোল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ইউসুফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে রের্ফাড করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় রোববার দিবাগত রাত পৌঁণে ১ টার দিকে ইউসুফ মারা যান বলে তার ভাই বেলাল নিশ্চিত করেছেন।                



চাঁপাইনবাবগঞ্জ/জাহিদ হাসান মাহমুদ মিম্পা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়