ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে করোনায় আক্রান্ত ১১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে করোনায় আক্রান্ত ১১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের এক পরিবারের ১০ জনসহ মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়াও উপজেলার একজন স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। এদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশরাত ফারখান্দা বিষয়টি নিশ্চিত করে জানান, জাফরপুর গ্রামের আক্রান্ত পরিবারের দুই সদস্য আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মাধ্যমেই পরিবারের বাকি সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ১ জন স্বাস্থ্য সহকারীও আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, রোববার (৩ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর জেল সুপার ও ডেপুটি জেলারসহ কারাগারের ৬ জন কর্মকর্তা-কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কারা মহাপরিদর্শকের নির্দেশে রোববার বিকেল থেকে ওই ৬ জন নিজ নিজ বাসায় অবসস্থান করছেন।


রুবেল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়