ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গাজীপুরের পাঁচ কারাগার থেকে ১০ জনের মুক্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরের পাঁচ কারাগার থেকে ১০ জনের মুক্তি

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি সিদ্ধান্তে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ৪টি কারাগার এবং জেলা কারাগার থেকে মোট ১০ জন বন্দি মুক্তি পেয়েছেন।

সোমবার (৪ মে) রাতে সংশ্লিষ্ট কারাগারগুলোর জেল সুপার এবং জেলার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গাজীপুর জেলা কারাগারের সুপার নেছারুল আলম জানান, লঘুদণ্ডে দণ্ডিত দুইজন বন্দি সোমবার তার কারগার থেকে মুক্তি পেয়েছেন। আর একজন বন্দি মুক্তির অপেক্ষায় রয়েছেন। জরিমানার টাকা পরিশোধ হলে তিনিও মুক্তি পাবেন।

গাজীপুরস্থ কাশিমপুর কারা কমপ্লেক্সের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উন্মে সালমা জানান, সোমবার এ কারাগার থেকে এক বন্দি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, এ কারাগার থেকে সোমবার ৩ বন্দি এবং রোববার এক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার জেলার মো: আনোয়ার হোসেন জানান, সোমবার এ কারগার থেকে দুই বন্দি মুক্তি পেয়েছে এবং কাশিমপুর হাইসিটিকিউরিটি কারগারের জেলার দেব দুলাল জানান, একই দিন এ কারাগার থেকে এক বন্দি মুক্তি পেয়েছেন।


হাসমত আলী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়