ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাইপিং ভুলে স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ!

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাইপিং ভুলে স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ!

নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় বেলাল হোসেনের করোনা শনাক্তের রিপোর্টটি ভুল এসেছে।

সোমবার (৪ মে) বিকালে রিপোর্ট ভুলের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্রগ্রাম অফিসের টাইপিং ভুলে ওয়ার্ড বয় বেলালের রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে শনিবার রাতে যে রিপোর্ট এসেছিল, তাতে ভুলে চট্রগ্রাম জেলার সীতাকুন্ডের বেলাল হোসেনের স্থলে হাতিয়ার স্বাস্থ্যকর্মী বেলালের নাম দেওয়া হয়েছে।

রিপোর্টটি সংশোধন করে সোমবার দুপুরে বিআইটিআইডি থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন।


মাওলা সুজন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়