ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ৯

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ৯

পঞ্চগড়ে নতুন করে ঢাকাফেরত আরো এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায়।

সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

সিভিল সার্জন জানান, গত ৩০ এপ্রিল ওই ব্যক্তি ঢাকা থেকে এলাকায় আসে। পরে প্রশাসনের সহযোগিতায় তাকে দুই দিন হোম কোয়ারেন্টাইনে রেখে ২ মে তার রক্তের নমুনা দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে, ঐ ব্যক্তির বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন একজন। আক্রান্ত ৪ জনের বাড়ি তেঁতুলিয়া উপজেলায়, ২ জনের বাড়ি বোদা উপজেলায়।  আর বাকি ২ জনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়।

এর আগে গত ১৭ এপ্রিল জেলার তেঁতুলিয়া উপজেলায় প্রথম ঢাকাফেরত একজন নারীর শরীরে করোনা শনাক্ত হয়।  গত রোববার ওই নারী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ৯ জন।  একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৮ জন সেলফ আইসোলেশনে রয়েছে।  আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

 

পঞ্চগড়/নাঈম/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়