ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সঞ্চয় তুলে দিলো পিরোজপুরের ৫ শিশু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সঞ্চয় তুলে দিলো পিরোজপুরের ৫ শিশু

করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের সঞ্চিত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন পিরোজপুরের পাঁচ শিশু শিক্ষার্থী।

সোমবার (৪ মে) পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের হাতে ওই পাঁচ শিশু তাদের নিজেদের সঞ্চিত অর্থ তুলে দেন।

সঞ্চিত টাকা দান করা শিশুরা হলেন– পিরোজপুর পৌর এলাকার মরিচাল এলাকার মিনা শিশু নিকেতনে মাশরাফি ইমরান আরিয়ান, বুশরা আক্তার, রেজভি হোসেন, সিনথিয়া ইসলাম ও শামীম মিনা।

করোনা সংকটে এই শিশুদের সহানুভূতির দেখে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘তাদের কাছ থেকে আমাদের সবার শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এটি দেখে বিত্তবানদের উচিত অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসা।’

মিনা শিশু নিকেতনের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মাজেদ জানান, ওই পাঁচ শিক্ষার্থী তাদের মাটির ব্যাংকে জমানো এক হাজার ৪২২ টাকা জেলা প্রশাসকের কাছে তুলে দেয়। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিক্ষক-শিক্ষিকারা আরও ১৪ হাজার ১০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন।


কুমার শুভ রায়/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়