Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

করোনা: পাবনায় দুজন স্টাফ নার্স আক্রান্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: পাবনায় দুজন স্টাফ নার্স আক্রান্ত

পাবনায় আরো দুজনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (৪ মে) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্ত দুজনই পাবনা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ২৯ ও অপরজনের বয়স ৫২ বছর। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাদের দুজনকেই হোম আইসোলেশেনে প্রেরণ করা হয়েছে।

এ নিয়ে পাবনায় মোট ১৩ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন, সুজানগর উপজেলায় ১ জন ও ফরিদপুর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়। আর ১৩ জনের মধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ হয়েছেন।


শাহীন/সাইফ/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়