Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলা ও মহানগরে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ঘণ্টায় চট্টগ্রামের বিশেষায়িত বিআইটিআইডি হাসপাতালে ২৩৯টি নমুনা পরীক্ষায় এ ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।  এ নিয়ে জেলায় ১১১ জন করোনায় আক্রান্ত হলো।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে নমুনা পরীক্ষার এসব ফলাফল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান,  চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে প্রাপ্ত ফলাফলে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলার ৬টি নমুনা করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নগরীর পাঁচলাইশ, দামপাড়া, কাটগড়, নন্দনকানন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং জেলার লোহাগড়া উপজেলায় একজন করে করোনা রোগি শনাক্ত হয়েছে।রেজাউল/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়