ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নীলফামারীতে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 নীলফামারীতে দুই ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের করোনা শনাক্ত

নীলফামারীতে দুই ব্যাংক কর্মকর্তা ও এক নার্সসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে এই তথ্য পাওয়া যায়।

আক্রান্তরা হলেন— নীলফামারীর সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ২ জন কর্মকর্তা, নীলফামারী শহরের প্রগতিপাড়ায় ২ মে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইসলামী ব্যাংকের কর্মকর্তার স্ত্রী, শিশু সন্তান ও শ্যালিকা এবং জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নার্স।

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৯ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। এছাড়া একজনের মৃত্যু হয়েছে।

 

সিথুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়