ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নীলফামারীতে করোনার উপসর্গ নিয়ে মৃত শিশুর নমুনা সংগ্রহ

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীলফামারীতে করোনার উপসর্গ নিয়ে মৃত শিশুর নমুনা সংগ্রহ

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া জিসানের (১০) নমুনা সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

জিসান জলঢাকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাজিরহাট এলাকার বাসিন্দা হাসানুর রহমানের ছেলে। কিন্তু বাবা-মার চাকরির কারণে তারা ঢাকা আশুলিয়ায় বসবাস করতেন।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, আশুলিয়ায় অবস্থানকালে গত কয়েকদিন থেকে করোনা উপসর্গে ভুগছিল জিসান। পরে গত সোমবার সন্ধ্যায় মৃত্যুবরণ করে।

জিসানের পরিবার তার মরদেহ এ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে জলঢাকার নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় কবরস্থানে দাফনের আগে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীরের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম মৃত শিশুটির দেহে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।

ওসি আরো জানান, পুলিশের সহায়তায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা আব্দুল আজিজের নেতৃত্বে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়।

 

সিথুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়