ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বান্দরবানে ঘরোয়াভাবে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে ঘরোয়াভাবে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

করোনার কারণে বান্দরবানে ঘরোয়াভাবে উদযাপিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। তবে আজ বুধবার (৬ মে) সকাল থেকে বিহারগুলোতে জাঁকজমক কোন আয়োজন দেখা যায়নি।

প্রতিবছরে এই বিশেষ দিনে বিহারগুলোতে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিড় দেখা যেত ।

এবারে বান্দরবানে বিহারগুলোতে বিশেষ প্রার্থনা, ছোওয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান), প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনে কোন ভিড় দেখা যায়নি। ঘরোয়াভাবেই প্রার্থণার মধ্য দিয়েই দিনটি উদযাপন করছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।

বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার জম্ম বোধিলাভ ও প্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।

 

বাসু /টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়