ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরল ৫ করোনা রোগী

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরল ৫ করোনা রোগী

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (৬ মে) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতলের আইসোলেশন কেন্দ্র থেকে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দ্যেশে রওনা দিয়েছেন তারা।

এসময় হাসপাতাল ছাড়ার আগে তাদের ফুলেল শুভেচ্ছ জানান চিকিৎসকরা।

হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিক আমিন কাজল জানান, পর পর দুইবার করোনা পরীক্ষা নেগেটিভ হওয়া তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ারা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে সেবা হাসপাতালের চিকিৎসকেরা দিয়েছেন তা তারা চিরদিন মনে রাখবেন।

এরআগে, ২২ থেকে ২৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে ওই হাসপাতালে এসব রোগীরা ভর্তি হন। প্রথমে তাদের নমুনা পজেটিভ আসে। এরপর ১২ দিন চিকিৎসার মধ্যে পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসেন তারা।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মমদ জানান, কোভিড -১৯ রোগীদের জন্য বগুড়ায় ২০ লাখ টাকা বরাদ্দ এসেছে। এর মধ্যে থেকে ৫ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।


আখতারুজ্জামান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়