ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে আরও ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে আরও ১৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম মহানগরী ও জেলায় বুধবার (৬ মে) নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে কোস্টগার্ড বাহিনীর ৩ জন ও পুলিশের ২ জন সদস্য রয়েছেন। চট্রগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিকেলে রাইজিংবিডিকে জানান, বুধবার দুপুর পর্যন্ত চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে সর্বমোট ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে বাঁশখালী উপজেলার ২ জন, সাতকানিয়া, হাটহাজারী, সীতাকুন্ড, মিরসরাই, বিআইটিআইডি ও ফিল্ড হাসপাতালে ১ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এছাড়া দামপাড়া পুলিশ লাইনে ২ জন পুলিশ সদস্য এবং কোস্টগার্ড বাহিনীর ৩ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।

 

চট্টগ্রাম/রেজাউল/মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়