ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাস্তি না দিয়ে ত্রাণ দিলেন ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাস্তি না দিয়ে ত্রাণ দিলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা পরিষদের চার পাশে সীমানা প্রাচীর থাকায় সহজে কেউ ভেতরে ঢুকতে পারে না। উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষে ত্রাণ সামগ্রী আছে জেনে দুজন নারী দেয়াল টপকে সেখানে ঢোকেন। নিরাপত্তা প্রহরী তাদের আটক করেন। পরে ইউএনও শাস্তি না দিয়ে দুজনকেই ত্রাণ দেন।

বুধবার (৬ মে) দুপুরে এসব ঘটনা ঘটে বলে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই দুই মহিলা উপজেলা পরিষদের পিছনে বাস করেন। বাসায় খাবার চাল না থাকায় পরিষদের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকেন তারা। গার্ড তাদেরকে আটক করে আমাকে খবর দেয়। তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তারা যাতে এ কাজ না করে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।’

 

ঠাকুরগাঁও/হিমেল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়