ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে শ্রীলঙ্কান নাগরিকের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে শ্রীলঙ্কান নাগরিকের করোনা শনাক্ত

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বসবাসকারী শ্রীলঙ্কান এক নাগরিকের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (৬ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে এই প্রথম কোন বিদেশি নাগরিকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ওই শ্রীলঙ্কান নাগরিক চট্টগ্রাম ইপিজেডের একট পোশাক কারখানার কর্মকর্তা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরেনারি বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষার ফলাফলে একজন শ্রীলঙ্কান নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। তাকে ইতোমধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এছাড়া, তার সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই বিদেশি নাগরিক খুলশী যে ভবনে বসবাস করতেন সেই বাড়িটিও লকডাউন করা হয়েছে।



চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়