ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চেনা রূপে ফিরছে চট্টগ্রাম মহানগরী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেনা রূপে ফিরছে চট্টগ্রাম মহানগরী

চলমান করোনা পরিস্থিতিতে সরকারি ঘোষণা অনুযায়ী সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত। মার্কেটসমূহ খোলার সময়ও আরো বাকি ৩ দিন।

এর মধ্যেই পুরোপুরি চেনা রূপে ফিরতে শুরু করেছে চট্টগ্রাম মহানগরী। দেশে করোনা ভাইরাসের একটি বিশেষ পরিস্থিতি চলছে কিংবা করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে থাকা জরুরি এমন সতর্কতার কোন তোয়াক্কা করছেন না নগরবাসী।

একদিকে চট্টগ্রাম নগরীতে চক্রবৃদ্ধি হারে বাড়ছে করোনা রোগীর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অপরদিকে দৈনন্দিন কাজকর্মে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে এই বাণিজ্যশহর।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থার মতোই শহুরে ব্যস্ততা দেখা গেছে।

নগরীতে শুধুমাত্র গণ-পরিবহনের বাস টেম্পু ছাড়া অন্যসব যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। এছাড়া, বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের বহনকারী রিজার্ভ বাস চলাচল করছে উপচেপড়া যাত্রী নিয়ে। প্রাইভেটকার, মাইক্রো, রিকশা, ট্রাক, কাভার্টভ্যানসহ সব ধরনের ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সীমিত সংখ্যাক ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও তাদেরকেও অসহায়ের মতো থাকতে হচ্ছে। মহানগরীতে অধিকাংশ বেসরকারি অফিসও বৃহস্পতিবার থেকে খুলতে শুরু করেছে। খোলা রয়েছে নগরীর সব গার্মেন্টস কারখানা, শিল্প কারখানা। এর কারণে নগরীতে যানবাহন চলাচল ও সাধারণের চলাচল বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামে করোনার সর্বশেষ আপডেট জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪০ জন। এর মধ্যে গতকাল বুধবার একদিনেই আক্রান্ত হয়েছেন ২৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ১২ জন।


চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়