ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কালিহাতিতে র‌্যাবের অভিযান, ৭ ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কালিহাতিতে র‌্যাবের অভিযান, ৭ ড্রেজার ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭টি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টায় টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-৩) কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই দিন বিকেলে উপজেলা ধলাডাঙ্গর এলাকায় অভিযান চালিয়ে এই ড্রেজার ধ্বংস করা হয়।

ই-মেইল বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কালিহাতী উপজেলার ধলাডাঙ্গর এলাকায় টাঙ্গাইল র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় পুংলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। কালাহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা এই অভিযান পরিচালনা করেন।

অবৈধ এসকল কার্যকলাপের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।



সিফাত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়