ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সামাজিক দূরত্ব মেনে শাহজালাল দরগাহে জুমার নামাজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক দূরত্ব মেনে শাহজালাল দরগাহে জুমার নামাজ

সিলেটের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় হয় শাহজালাল রহ. দরগাহ জামে মসজিদে। তবে করোনা সংক্রমণ ঝুঁকির কারণে চার সপ্তাহ এ মসজিদে মুসল্লিরা প্রবেশ করতে পারেননি।

সরকার ১২ শর্তে মসজিদে জামাতের অনুমতি প্রদান করার পর শুক্রবার (৮ মে) এ মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সামাজিক দূরত্ব মেনে মুসল্লিরা জামাতে অংশ নেন।

আজানের পর বয়ান রাখেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। তিনি করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

দরগাহ মসজিদ ছাড়াও সিলেটের ছোট-বড়, পাড়া-মহল্লার মসজিদগুলোতেও জুমার নামাজে মুসল্লিরা অংশ নিয়েছেন। সতর্কতা মেনেই নামাজ আদায় করেছেন তারা। নামাজ শেষে করোনা সংক্রমণ দূর হওয়া এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে মোনাজাতও করা হয়।

 

নোমান/সনির

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়